আপনার স্মার্ট ফোন আপনার Webcam
বর্তমান সময়ে আমাদের ভিডিও কল গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পৃথিবী ৯৯ % মানুষ প্রতিদিন ব্যাবহার করে থাকি । তো ল্যাপটপ include কেমারা থাকে , এবং থাকলেও কম মুল্য ল্যাপটপ কামেরা দক্ষতা (Camera Quality) বেশি একটা ভাল হয়না । আর কম্পিউটার এ তো আলাদা ভাবে কিনতে হয় ।
তো আপনাকে আলাদা টাকা খরছ করতে হবে না , আপনার ব্যাবহার এর স্মার্ট ফন টিকে ওয়েবকেম হিসাবে ব্যাবহার করিতে পারিবেন ।
কিভাবে ইন্সটল করবেন এবং কিভাবে ব্যাবহার করবেন (How to install and how to use)
1) আপনার স্মার্ট ফোন টির Play Store এর থেকে Iriun 4k Webcam for PC And Mac নামক অ্যাপ টিকে আপনার ফোন এ ইন্সটল করে নিতে হবে ।
2) আপনার কম্পিউটার এর ক্রম ব্রাউজার গিয়ে https://iriun.com/ এই ওয়েবসাইট টি থেকে সফটওয়্যার টিকে ডাউনলোড করে নিতে হবে ।

কিভাবে ফন টিকে সংযোগ করবেন কম্পিউটার এর সঙ্গে ? ( How connect Your Smart Phone With Computer)
1) USB Cable এর সাহায্যে ।
USB এর সাহায্যে সংযোগ করতে হলে আপনাকে আপনার ফোন এর একটি Setting করতে হবে । Setting টি হল আপনার ফনের developer এ গিয়ে USB Debugging অপশন টি Enable করে নিতে হবে ।
(Developer Option টি খুজে পাচ্ছেন না তাহলে এই ভিডিও টি দেখুন)
2) Wi Fi এর সাহায্যে ।
Wi Fi এর সাহায্যে সংযোগ(Connect) করতে চাইলে আপনার কম্পিউটার এবং ফোন একি Router এর সঙ্গে সংযোগ থাকতে হবে ।
যখন কেমারা ব্যাবহার করবেন কম্পিউটার সফটওয়্যার এবং ফনের অ্যাপ দুটোকেই খুলে রাখতে হবে ।